অনেকদিন পর যাত্রা শুরু হয়েছে
অগ্রদূত হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে,
কারো ঘরের বারান্দায় এসে
অবরুদ্ধ হয়ে অন্তিম অতিথি বেশ ধরে।
যদিও আমি একজন পুরুষ
একজন লেখক একজন পাঠক এই সংসারে,
অশরনা মৃদু অলংকারের মতো হয়েগেছি
জীবনেরই বর্ণমালা অক্ষরে অক্ষরে।
হটাৎ একদিন এক অজানা অনুভূতির স্পর্শে
আমার দুই নয়নে দৃশ্যান্তর হয়ে উঠেছে প্রদীপ,
সেই প্রদীপের আলো আমার দালান বাড়ী
পুষ্পিত হয়েছে বটে কিন্তু হৃদয়ে বৃষ্টি ঝরে চিপ্চিপ।
এখন আমি আমার ঘরে অতিথির সাথে
অতিথি হয়ে বসে আছি ফুলশয্যার রাতে,
স্বপ্নের ভ্রমর গুলো ফুল বাগে বসে
গান গায় ফুলে ভূষিত মহলের মতে।
________________________
তথ্যঃ—
————
কবি: এস.এম ছাইফ উদ্দিন
রচনা কাল: ইং ১৪/০৩/২০২৪
রচনা স্থান: রামপুর থেকে বরচলা যাত্রা পথে