কারণে অকারণে অনেক সময়
হাঁসি পায় মুখে,
বলতে পারিনা লোক লজ্জায়
তাইতো বলি করুন দুঃখে।
কি হবে আর
কিছু তো বলার নেই আজ,
মুর্খ আমি
তুমি নামের যে বড় ধান্দাবাজ।
জানি, নিজের আত্মা ছাড়া
অন্যের আত্মা কখনো করেনা নিজের মতো চেষ্টা,
যদিও করে অপর রূহ অন্য দরদী
সেটাই স্বার্থ এটাই আরাম্ভণীর শেষটা।।