ভাটির ঘাটে এসে দেখি উজান পারে হাসি
এই পারে শুধু বেদনার কুসুম ফুটে
যার জন্য মর্মান্তিক এই মন্দির, দেবদাসী।
যখন আমি ছোট ছিলাম এই ভূবনে
ছোট ছিল সব আশা নিরাশা দুটি চোখে আর
আমার এই অবহেলিত ক্ষুদ্র মনে।
বড় হয়ে দেখি সব হয়েছে কিন্তু ছোট হয়ে রইলো সব
কে জানে কোনদিন হবে
যত ছিল কুড়িয়ে আনা দুঃখ গুলো আনন্দের মতলব।
কে কার জন্য এ ধরায়, সংসারের যাত্রা কুটিরে
তবুও অনেক আশা ভাবনা নিয়ে আজ
যাচ্ছি হেটে অনেক দূর বহু দূরে।
সব দেখেশুনে তবেই তো আমি আমার যাযাবর জীবনের পাঠক
তাইতো আমায় এতো প্রশ্ন করে
যার জন্য হয়েছি অজানা কাব্যের লেখক।