আমি মানুষ বলেইতো
মানুষকে এতোটা ভালোবাসি,
ভালোবাসা আছে বলেইতো
কত মতামত আরও যে কতটা দোষী।
দোষী বলেইতো বিচার পীঠে
কারণ, অকারণে হয় কতো মেলা মেল,
কারও যদি হয় ফাঁসির আদেশ
অন্যজনের হয় আজীবনের জেল।
তবুও কিন্তু মানুষ মানুষকে ভালোবাসে
আবেগে হওক বা অন্যরকম ভাবে,
ঘৃণা তো আর বলার নেই
অহংকারে আছে ডুবে এই ভবে।
এতো কিছু হওয়ার পর
মানুষ মানুষের জন্য শক্র বা মিত্র,
এটাই সৃষ্টির দিন থেকে
মানুষ নামের পুতুলের চিত্র।