রৌদ্র নামে দূর আকাশের বুকে
তীব্রতায় ভরা তার নিঃশ্বাস,
পুড়ে যায় মাটির বুক আর তৃষ্ণার্ত ঘাস।

রৌদ্র এসে কাঁপিয়ে দেয় হৃদয়
শুষে নেয় সবুজের প্রাণ,
অন্তরে জমে থাকে নিঃশব্দ কষ্টের গান।

তবু রৌদ্রে জন্ম নেয় আশা
আগুনের নিচে ফোটে নতুন প্রাণ,
ধ্বংসের মধ্যেও সৃষ্টি খুঁজে পায় মান।