বুকভরা স্মৃতি নিয়ে থামে না বয়সের পথ,
একদিন সব ফুরায়, ম্লান হয়ে আসে গত।
অন্ধকারে ভাসে জীবন, নির্জনতা ঘেরা প্রান্ত,
বৃদ্ধাশ্রম এর সীমানায়, কে আজ দেবে হালকা শান্ত?

যে ঘর ছিল আপন, আজ শুধুই পরের ঠিকানা,
স্বপ্নগুলো ছুঁয়ে যেত ছিলনা কোনো অজানা।
স্নেহের বাঁধন কেটে পথ হলো বহুদূরে,
আকাশের তারা গোনা মনের আঙিনায় গুণগুণ করে বিষাক্ত সুরে।

এখানে সবাই একা, সব মুখে একই ছায়া,
চোখের জল গোপনে ঝরে, কে আর কাউকে চায়?
কেউতো করে না একটু দয়া।

অপেক্ষা শুধু শেষের, সেই অমোঘ ডাকের হাঁক,
যেখানে নেই ফিরে চাওয়া, নেই বেদনার বাধ্যতায় ঘেরা ইচ্ছার জাক।

তবু কেন এ অভিমান, জীবন কি শুধু দুঃখ?
আলোর শেষে দেখা যায়, ভালোবাসা এক নির্মল সুখ।
বৃদ্ধাশ্রম এর  দরজায় হাত রাখো সজোরে,
পাওয়া যাবে ভাঙা স্বপ্ন নতুন এক ভোরে।