হারিয়ে গেছি আমিও আজ
স্মৃতির কুয়াশায় ঢাকা সুরের মাঝে
শূন্য মনে ঘোরে একাকী হাওয়ায়
নিঃশব্দে কাঁদে মন ভীষণ হিমেল ছায়ায়।

হারিয়ে গেছে সেই প্রথম ভালোবাসা
মলিন হয়েছে স্মৃতির রঙ্গিন ছবি
কোথায় যে হারাল বন্ধুদের কোলাহল
শুধু নিঃশব্দে বয়ে চলে স্মৃতির নদী।

হারিয়ে গেছে শৈশবের রঙিন দিন
আকাশে যেন খুঁজে ফিরি সেই চেনা সুর
ভালোবাসা মিশে গেছে অতীতের পথে
রয়ে গেছে শুধু নিস্তব্ধতার দূর।

হারিয়ে গেছে জীবনের সেই খুশির স্বপ্ন
নিশ্চুপ হয়ে গেছে হৃদয়ের আবেগ
হারিয়ে গেছি আমিও সেই পথের ধারে
বসে আছি নির্জনতায় নীরব এক স্রোতে।