১
সালটা ছিল দুই হাজার একুশ
জীবনের রিজাল্ট দেখানোর আলো,
অনেক আদর আরাধনা করে
এই জীবন আজ মুটামুটি ভালো।
২
ঘাত প্রতিঘাত পার হয়েই আঘাত হানে
কতো প্রজাপতি কুসুম বাগে বসে,
অন্তর করে পুরে ছাই
তবু আমার এই হতভাগা জীবন হাঁসে।
৩
আকাশের হয়ে মেঘলার সাথে
করেছে কত রঙে রঙিন অভিনয়,
তবু এই জীবন যুদ্ধ করে
দেখিয়ে চোনামি মহাপ্রলয়।
৪
আজ এই খানে এই বাগে
সবার সঙ্গে অঙ্গে পরিচিত জীবন তরী,
কতো না আশা নিয়ে
সাগর সংগমে দিতো পারি।
________________________
রচনা স্থানঃ ওরাং বস্তি, লক্ষীমপুর (আসাম)
রচনা কালঃ ইং ২১ মে' ২০২৪ খ্রিষ্টাব্দ
কাব্যঃ জীবন তুমি অন্যান্য
*****