জীবন নদীর মতো
প্রবাহিত অজস্র স্রোতে
ভেসে চলে,
চেয়ে থাকে আশা সবার।
কখনো শান্ত
কখনো ঝড়ো
নানা রঙের বর্ণিল
মেঘলা দিনের আলো,
রোদের মতোই আলো চিকমিক।
জীবন খেলা
আনন্দের কিংবা দুঃখের
অথবা প্রেমের
নয়তো শিখরে উঠে আবার পরে যাওয়ার
একটুখানি নিচের।
হাসি আর কান্নার মাঝে
শিখি আমরা চলতে
নতুন দিনে স্বপ্নে এগিয়ে যেতে।
প্রতি বাঁকে নতুন চিহ্ন,
নতুন পরিচয় নিয়ে আসে
শান্ত স্রোতের গানে,
শব্দে ভাসে প্রতিটি আশা।
নদীর ঢেউয়ে মিশে
হৃদয় খুঁজে নেয়
ছোট ছোট মুহূর্তগুলো,
জীবন খুঁজে নতুন দিগন্ত আর
ভালবাসার অঙ্গনে
সম্ভাবনার আলোর সাথী।