কথা ছিল অনেকরকম
পথে পথে যাবো আমি নিরন্তরে,
হৃদয় ভরে হাসবো খুশিতে
পিছনে ফেলে ব্যথার অন্তর যন্ত্রণার সাগরে।

ভাবনা ছিল ভিন্নতর
স্বপ্নগুলো উড়বে জ্বলে উজ্জ্বল,
দূর আকাশের নীলিমাতে মিশে
ফিরবে বেঁচে থাকবো হয়ে রৌদ্রজ্জ্বল অনল।

কথা ছিল হাত ধরবো সুখের
ভালোবাসায় ভরবে দিনরাত,
তবু কেন থেমে রইল পথের
স্মৃতিগুলো হলো কেবল প্রণিপাত।

ভাবনা ছিল ছুটবো সজীব
জীবন হবে রঙিন উচ্ছ্বাসে,
তবু সবই হলো নিঃসীম নির্বাক
আলো নিভে যায় গভীর নিঃশ্বাসে।