Hope this captures the feel of a lost or abandoned city with a nostalgic tone.

এইখানে একটা শহর ছিল
ইট-পাথরের ঘর ছিল,
প্রাণ ছিল, চলন ছিল
এইখানে একটা শহর ছিল।

রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে
জীবন গড়ে উঠেছিল নির্ভয়ে,
স্বপ্নগুলো উড়েছিল মুক্ত আকাশে,
এইখানে একদিন আলো ছিল।

হঠাৎ একদিন থেমে গেল সব,
রাস্তাগুলো হলো নিঃশব্দ
মানুষগুলো হারিয়ে গেল কোথায়,
এইখানে একদিন ব্যস্ততা ছিল।

আবার ফিরবে কি সেই শহর?
ফিরবে কি হাসি আর কোলাহল?
এখন শুধু স্মৃতির মতো,
এইখানে একদিন শহর ছিল।