পৃথিবীর কোণে বসে থাকা
একটি স্বপ্নের পাখি,
সে উড়ে যায় অসীমে মুক্ত মনে
তাইতো তাকেই খোঁজে প্রকৃতি তোমাকে ডাকি।
আকাশে তার রং-বেরংয়ের
রূপ ছড়ায় সকল দিকে,
হাওয়া বয়ে যায় তার সঙ্গী
মায়াবী সুরে, মায়াবী বুকে।
সে স্বপ্নে খুঁজে মেলে
প্রেমের রঙে রাঙানো,
সেখানে জেগে ওঠে আশা
বেঁচে থাকার মানে জানানো।
বসন্তের সুরে ভরে যায়
মনে তার আলো-বাতাস,
স্বপ্নের পাখি এসে ডাকে
জীবনের পথে আনে উজ্জ্বল বাস।
স্বপ্নের পাখি উড়াল দেয়
মুক্ত আকাশে, মুক্ত পায়ে,
নতুন দিনের নতুন সুরে,
আনন্দের গান গাইতে গাইতে চলে যায় দূর বহুদূরে।