তুমি কি সত্যিই ভালবাসো
এই রঙীন সাজানো পৃথিবীটাকে,
যদি ভালবেসে থেকো
উত্তর দেও আমাকে?
তুমি কি সত্যিই ভালবাসো
নীল আকাশের রবি,
তবে কেন তাকিয়ে থাক
দেখবে বলে সেই পূর্ণ আলোকের ছবি?

তুমি যদি ভালো না বাসতে
তবে কেন দরিয়ার অমৃত কর পান,
গভীর রাতে কেন শুনা যায়
তোমার ভাংগা গলার সুরেলা গান।
তুমি কি সত্যিই ভালবাসো
শ্যামল রঙের উজ্জ্বলতার পাহাড়,
সবুজ ঘাসের দেশে এলে তুমি
সুখের সাগরে ভেসে কাটবে বলে সাঁতার।

রক্তের খাতায় নাম লিখেছ যদি
রক্ত গংগায় সাঁতার কাটবে তুমি,
ঝর তুফান উরিয়ে নিবে
সৃষ্টি হবে লাল সাগরে চোনামি ।।