জীবনটা নদীর মতো
তেরাবেকা হয়ে চলছে,
কোনো সময় একই প্রাণ
সপ্নের দোলনায় দুলছে।
গায়ক হয়ে গান গেয়ে
যাচ্ছে জীবন চলছে বহুদূর,
সেই গানের তালে নাচে
কত সাউথ কত চোর।
কেউ আবার জীবন নিয়ে
লিখছে অসমাপ্ত রচনা,
সেই লেখাতে দৃশ্যমান
স্বার্থ ও নিঃস্বার্থের সাধনা।
কবির বেশে লেখক হয়ে
কবিতার সাধা খাতায়,
লিখছে ছন্দ কতো আনন্দ
নিদ্রাহীন নিশির ভাবনায়।
তবুও লেখা সপ্ন দেখা
হয়নি তার শেষ,
লেখতে দেখতে রাত পোহালো
ঝরে পরলো মাথার কালো কেশ।
চক্ষু হলো রক্তের মতো
জবা বললেই চলে,
রাত জেগেছে আমিতো নয়
এ কথাটি কোন মানুষ্য বলে।