আগুন যেন দাবানলের মতো ছুটে
ধোঁয়ায় আচ্ছন্ন সবুজ বন,
ধ্বংসের সুরে বাজে প্রকৃতির ক্রন্দন।

আঁচড়ে যায় গৃহের দেয়াল
ভস্ম হয় ঘরবাড়ির স্বপ্ন,
অন্ধকারে ঢেকে যায় দিনের আলো।

তবু আগুনের গর্ভেই জীবন ফোটে,
পুড়ে খাঁটি হয় মাটি,
ধ্বংসের ছাই থেকে উঠে নতুন কাহিনি আর বিপ্লবী এক জাতি।