একদিন যাত্রা করেছিলাম
অটোরিকশায় চড়ে
যাচ্ছিলাম ক্লান্ত হয়ে
বলতে গেলে বিশাল আকাশের মতো দূরে।

রাস্তার চারদিক ঘেরা
সবুজের রঙ্গে রঙ্গে
আলোকিত আভা নীল নয়নে দৃশ্যমান হলো
বিনয়ী প্রকৃতির অঙ্গে অঙ্গে
সেই নীল বিলীন হলো
তবেই তো আকাশ নীলের সঙ্গে।

নদীর জল টলমল করে
ডালিমের রস হতে চাইছে তাই,
পাথর গুলো হীরের মতো চিকমিক করে
কমলা সন্ধ্যার বিকেল বেলায়।

মহাশূন্যের দেশে
অজর অমর সুরে গান গুলো ঝরে
অপূর্নতা ভুবনের ধুলো মাটির উপর
নয়তো চলে যায় ফিরে কোনো এক নীড়ে
প্রেম বিরাজমান এই যে দৃশ্যান্তর
দেখেছি, শিখেছি কিন্তু ভুলে গেছি সহজেই এক এক করে।।

*********************************
রচনা স্থানঃ ওরাং বস্তি, ধেপাইজান নালা (আসাম)
রচনা কালঃ ইং-১৩/০৯/২০২৪ (খ্রিস্টাব্দ)
                 ২৯ ভাদ্র, ১৪৩১ (বঙ্গাব্দ)