জাগো জাগো জাগো হে বীর
সাহস ও প্রজ্ঞায় উচ্চ কর শির।
অন্যের গোলামি করে করে পাও কি আমোদ?
ভয় কর তুমি কিসে, কেন কর তোষামোদ?
তুমি পথ সৃষ্টি করবে, সেই পথে চলবে নবাগতরা৷ 
তুমি যদি নিজেকে বেঁধে রাখ,ফলবে কি ফসল, কাটবে কি খরা?
তোমার কাছে যে অনেক কিছু আশা করে এই জননী ধরা।