মানুষের কাছে বড়ো পরিচয়
তার কতটা যোগ্যতা
যার জন্য সমাজের একজন আলো হতে পারে
যার জন্য মাথা উঁচু করে হেঁটে যেতে পারে
কিন্তু যে মানুষটির একদিন সব ছিল
সে আজ নিজের বিবেক বোধ সব
অন্যকে বিশ্বাস করে
তার পায়ে অঞ্জলি দিয়ে
নিজেই নিজের কাছে যোগ্যতাহীন হয়ে গেল।