নীরবতা গভীর।
নি:স্তব্ধতা পাহারায়।
ধৈর্যের পরীক্ষায় অব্যক্ত আকুলতা,
প্রতিবাদের জোরালো মাধ্যম
শুধুই অপেক্ষায়।
যদি শূন্যতায় সমাপ্তির রেশ থেকে যায়,
বিজ্ঞানের ভাষায় সরণ সম্ভব কি?
অসম্ভব হলে শাশ্বত ধারণায়
অনাস্থা জাগবে কি?
মিথ্যার পরিভাষা প্রণয়নের কি?
সরলতা সীমাহীন ব্যর্থতার মাঝে
আরও আরও গভীর ভাবে বাঁচতে চাই...