বারান্দায় বসে আছি আমি একা
সূর্য অস্ত যাচ্ছে, সন্ধ্যা নামছে
ধীরে ধীরে,
পাখিরা ফিরে যাচ্ছে কুলায়
কলরব করতে করতে
মানুষ জনেরাও কাজের শেষে
আসবে ফিরে বাসায়,
শুধু সেই মেয়েটা আর
ফিরবে না কোনো দিন
হারিয়ে গেছে সে চিরতরে
চিরদিনের জন্যে
কোথায় কোন অজানা দেশে
কে জানে ।
কেন সে হারিয়ে গেল
নাকি হারিয়ে যেতে হল তাকে?
কি ছিল তার অপরাধ ?
এযে বড় যন্ত্রণা, বড়
বিষম সংবাদ, আজও যার
কিনারা হল না কোনো
আজও পেল না সে
কোনো বিচার !
মেয়েটি বড় ডাক্তার হতে চেয়েছিল,
স্বপ্ন ভরা ছিল তার
ডাগর দুটি চোখ
বুক ভরা ইচ্ছেগুলো
ছিল তরতাজা
সংকল্পে অটুট ছিল মুখ।
তবু তাকে চলে যেতে হল
হঠাৎ সব কিছু ছেড়ে !
কোন অশুভ শক্তির
অঙ্গুলি লেহনে
কে জানে !
আমি বারান্দায় বসে আছি একা
বাইরে আকাশের কান্নার আওয়াজ
সেই অশ্রু জলের ঝাপটা
আমারও চোখে মুখে !
মনে পড়ে গেল ওই মেয়েটির
বাবা মায়ের কথা
তারাও এই বৃষ্টি ভেজা দিনে
অব্যক্ত ব্যথা নিয়ে মনে
বসে আছে বিচারের আশায়
যদি পাওয়া যায় !