এভাবে যে বলা যায় তা তুমিই বলতে পারো
কত সহজে মিথ্যে কে সত্যি বলে অপরাধী করো
যেভাবে তুমি দিন-রাতের ব্যবধান ঘুচিয়ে
নিজস্ব আবেগে কারণহীন পথে ছুটে চলো
মৌন ইশারায়
তুমি যেভাবে আমার চোখে স্নেহের স্বপ্ন বুনে দিয়েছিল
তা তুমি কেড়ে নিতে দ্বিধা করো না
যেভাবে তুমি নিজের করে প্রতিশ্রুতি দিয়েছিলে
সেভাবেই আমি শ্রদ্ধার আসন দিয়েছিলাম
অথচ বিনিময়ে তুমি চোখের জলে এঁকে দিলে
দু:খের কোলাজ
যেভাবে তুমি অন্যের মুখের ভাষা তোমার মুখে বসাও
চেনা অতীতগুলো তখন জলছবি হয়ে যায়
তুমি যেভাবে অপমানের শিখা আমার বুকে জ্বালাও, আমি তা পারি না
আমি যা পারি তা কেবল শ্রদ্ধার প্রদীপ জ্বালিয়ে রাখতে
তুমি যেভাবে বলো,আমি তা পারি না।