যে যেমন থাকতে চায়
সে তেমনই থাকুক
সে নিজেই জানে ভুল ও ঠিক-এর সীমানা
শুধু নিজের বোধ - বোধের জগৎ শূন্য
তাই মিথ্যা স্বপ্নের ভেতর দাঁড়িয়ে থাকে
নিজেকে এলোমেলো করে
অন্যের  সুখস্তম্ভের উপর দাঁড়িয়ে
তার নাটকের দৃশ্যান্তর  দেখতে থাকে
তবুও সে নিজেই অভিনয়ের সমুদ্রে
ডুবে যাচ্ছে দেখেও
আরও নিজেকে মৃত্যুর দিকে নিয়ে যায়

অথচ পেছনের মায়া ডাকে
সাড়া না দিয়ে
অদ্ভুত নেশাতে পায় অদ্ভুত সুখ

যে যেমন-ই থাকতে চায়
সে তেমনই থাকুক