প্রতিটি  মানুষ যে যার নিজের মতো
আপন আপন মাথা বাঁচিয়ে
সত্য-মিথ্যার দোহাই দিয়ে
যে যার পেছনে পেছনে ঘুরে
দিব্যি  অভিনয়ের কৌশলে মত্ত
তবুও পুবের বাতাস পশ্চিমে বয়
যে যার নিজের মতো বাঁচতে শিখেছি
যে যার নিজের মতো মৃত্যুর পথে হাঁটছি
যে যার নিজের মতো  ব্যবহার করতে শিখেছি
যে যার নিজের মতো  অন্যের পাতা ফাঁদে
পড়ে মৃত্যুর সীমায় পৌঁছে গেছি
তারপর ...
তারপর...
কেবলই  ভুলের স্বপ্ন দেখছি।