যে মাসে তোমার সামনে যে হাত পেতে দাঁড়িয়ে আছে
তার হাতে একটা পলাশ দাও
অতি সামান্য এই অনুদানে  
তোমার দেওয়া পলাশ  
পলাশ মাস একেবারে তোমারও হতে পারে
তোমার  দু'হাতের ভাঁজে ভাঁজে
এই অনবরত পৃথিবীতে
এতসব  অস্ফুট অনুকম্পা যার, সে আজ,
তিনি আজ তোমার সামনে
একটা পলাশের জন্য হাত পেতে দাঁড়িয়ে আছে...