তোমার আবেগ, তোমার বিশ্বাস
এ-সবে  অন্ধছিলাম
অনেক দূরের এক
তটভূমি থেকে  কেবল আর্তনাদ করেছিলাম
আমি জানতে পারিনি
তোমার  মুখোশে এখন পরিখা-বিক্ষত- রিক্ত

আমি বুঝতে পারিনি
প্রতিদিন নতুন আতঙ্ক
তোমাকে বুভুক্ষাকে তীব্রতর করে
আমার সাহস নেই
ভাবি,তুমি  সব জেনেও
নিজের ইচ্ছেতে শেষ হয়ে যাচ্ছ
এভাবে মৃত্যুর দিকে।

আমি ভুলে যেতে চাই
পারছি না
মানসিক যন্ত্রণা বুকে বড়ো ভারি হয়ে বাজে
তবুও তোমার কণ্ঠস্বর খুঁজে চলি
দিন রাত মেঘের মিনারে

তুমি অসুস্থ হলে
পৃথিবী ধ্বংস হলেও ছুটে যাই
তোমার সেবায় ব্রতী হবো বলে
তোমার মুখে ভাষা ফুটতে থাকে
অজানা কোনো সংকেতে।

তোমার মুখে জ্ঞানের কথা শুনি
তোমার কাছে কেবলই অন্ধ একটি মুখ
যে আশ্রয় নেয়,খাদ্য পায়, বস্ত্র ধারণ করে
রোজ তোমার কাছে
সে শুধু  মিথ্যা আশ্বাসে ব্যবহার করে যায়

তুমি তা সব জানো
অন্ধের মতো ক্রমশ নেশায় মত্ত
যে তোমাকে  মিথ্যা নাটকের
বলি করে রাখে...