বুক ফাটা কান্না এসে জড়িয়ে ধরে
আমি স্মৃতির নদীতে ঝাঁপ দেই
হাতে উঠে আসে রক্ত ও পাথর
হে সীমাহীন শূন্যতা আমাকে বধির করো
সরল চক্ষুদান দাও
যেন কেউ শরীর নিয়ে জেগে আছে
তার আলো পড়ছে বুকে
আলো প্রস্ফুটিত হও
বনে বনে ফুল ফুটুক, জ্বলে উঠুক
যে পথের কুঞ্জবন ভ্রমর উড়েছে
তাকে আশ্রয় দাও পাতায়, দাও সমর্পণের বিষ