যে বোঝে না
তাকে বৃথা চেষ্টা করে লাভ নেই
আসলে মনটাকে যে নোংরা বদ্ধ জলাশয়ে
রেখে দিনের পর দিন ডুব দেয়
তার মনে কখনো সাদা সূর্যের রঙ আসবে না
যে বোঝে না
কেবলই চোখের ভেতরে চোখ রেখে হেঁটে বেড়ায়
কোনটা ঠিক, কোনটা ভুল
তা সত্য মিথ্যার আয়না দেখে না
শুধু মরীচিকার পেছনে অদ্ভুত
এক মানুষের মতো দৌড়ে বেড়ায়
সে মানুষ হলেও মানুষের মতো দেখতে