দু:খ আমার নিত্যকালের সাধন সংগীত
এই খবর কে না জানে
তবুও তুমি তোমার ছায়ায় আশ্রয় দাও
তুমি সন্তানের সুখ অনুভব করো
তোমার একাকিত্বের নিবিড় উঠানে...
দু:খ আমার নিত্যসঙ্গী
সবাই জানে
তাই বলে কি তোমার প্রতি দায়িত্ব এড়াতে পারি!
তোমার খবর না নিয়ে কি থাকতে পারি!
যতই থাকুক কাজ কর্ম, ব্যস্ততা
বাবা আমার সকল কাজের প্রেরণা দাতা
যদিও দু:খ নিত্যসঙ্গী
তবুও বাবার কাছে পাই
সীমাহীন আনন্দের বার্তা...