তোমাকে ভুলে যাবো সে সাহস আমার নেই
তোমার কাছে শিখেছি বাঁচার পথ
তোমার কাছে জেনেছি কি ভাবে হাঁটতে হয়
তুমি যেভাবে নিজের করে রেখেছো যত্ন করে
স্নেহ ও ভালোবাসা দিয়ে
তোমাকে ভুলে যাবো সে সাহস আমার নেই
তুমি যদিও কখনো ভুলে যেতে চাও
পারবে না আমাকে কখনো ভুলে যেতে
সে সাহস যেমন তোমারও নেই
তেমনি তোমাকে ভুলে যাবো সে সাহস আমারও নেই।