পৃথিবীর আদি ও শেষ দুটো প্রান্তে  দাঁড়িয়ে
শীতের কুয়াশা ভেজা  আঁকাবাঁকা পথে
নিজস্ব ভাবনার বয়নে ছুবি তুলছে
সামনে একটা ঝাপসা নদী
যার উপরে ভেসে আছে
অদ্ভুত এক মায়াবী নৌকো,রং জ্বলা, নোঙর করা
যে নৌকো
তোমার মাঝে সাক্ষী কেবল

তারপর কেবল ভ্রমণ আয়না...