এই পরিচয়, এই সম্পর্ক সর্বনাশের
মুখ-মুখোশ, হৃদয় - মন
শুধু  রাতের অন্ধকার —

তবু,তোমার প্রতি আমার এতো টান...
বিষণ্ণ পিঁপড়ে যখন জলন্ত আগুনের কাছে ছুটে এসে মারা যায়
আলতো মায়ায়,মিথ্যে ভ্রমে

আমিও তেমন-ই ভাবেই
তোমার কথ্যভাষায় ধীরে ধীরে ক্ষয় হয়ে যাই

নি:সঙ্গ একাকি মৃত্যুর দিকে...