যদি তুমি বৈশাখী ঝড় হও
ছিন্ন ভিন্ন করো,
ভালোবাসা নিলাম হবে
একা দাঁড়িয়ে থাকবে
একটি তালগাছ।
কানের কাছে কেউ এসে
ঝাক করে দাঁড়ালে
ভয় শূন্য আমি।
তবু ললাটে শুধু
তোমার জয় রেখা থাকুক।