আয়রে প্রীতিশা
আয়রে টোনা
ভোরের আশা
এখন সোনা
ঘুম ভেঙেছে
উঠছে জেগে
রাঙা চাদর গায়
দেখবি তোরা আয়।

শিশির ভেজা
শিউলি ঝরে
ঘুমিয়ে আছে
ঘাসের পরে
জাগিয়ে তাদের
বসিয়ে দেনা
সবুজগালিচায়
আয়রে ছুটে আয়।
সাজানো মেঘ
থরে থরে
রওনা হবে অচিনপুরে।
পরান ভরে
শুনবি ওরে
ভোরের পাখি গায়
প্রীতিশার কাছে আয়।