কুয়াশার আয়না। চিকচিক করে ওঠে
গাছের সবুজ পাতা
অদ্ভুত এক আলাপ!
দেখি।দেখতে হয়।না হলে শীত পথের গল্প
শুনবো কী করে!
অনেকটা পথ। ভোরের আলপনা।
মধ্যিখানে ইলিশের আঁশের মতো
চিকচিক করছে আলোয়
এই কুয়াশা। এই আলো। এই পথ।।
সব মিলেমিশে ভালোবাসার প্রার্থনা
আস্তে আস্তে ফুটে উঠেছে স্বর
ভোরের সবটুকু সম্পূর্ণ করে
আমাদের সূর্য।