তোমার দুচোখ মায়ার চাদর
মুখোশ খুব
ছদ্মবেশী হাসি আঁকা
অভিনয়ে বাজিমাত
তবু
আমার বিবেক খোলামেলা
সহজ সরল প্রতীকী
তোমার স্বীকৃতির মুহূর্তের পাশে
আমার অবুঝ চোখের ধারা
দিন মাস বছর ধরে
দূরত্ব টানে যন্ত্রণাতে
স্পষ্ট হয় ভনিতা
সময় যায় ভৌগোলিক সূত্রে
অন্যমনস্ক চমৎকার ভনিতায়
এক পা এক পা ফিরে যাওয়ার দৃশ্যে
কেবলই কথার ফাঁকে বাড়ে
নিরাপদ দূরত্বে...