চাঁদের আলো ছড়িয়ে চারপাশে
কত শত মুখে তীব্র মুখোশের অন্ধকার
এক কথার সূচক আর এক কথার প্রতিধ্বনি হয়
তোমার কাছে সেই আদর্শ প্রতীক
তোমার মনে সাজানো গুছানো
কথার জালে ঘূর্ণি হাওয়া তোলে
হঠাৎ পথগুলো তোমার ভাগ হয়ে যায়
বিপন্ন ভাষায় দু'চোখে ঢেকে দেয় ভবিষ্যৎ
তবুও তুমি তোমার শরীরে
রাতের গন্ধ মেখে ভুল পথে হেঁটে যাও।