আমার ধারণা ঠিক ছিল না
তোমাকে ভালোবেসে নি:স্ব হয়ে যাবো
যেদিন প্রথম তুমি কাছে ডাকলে
তোমার অতীত নিয়ে ভাবালে
সেদিন ভাবিনি এমন দশা হবে
তোমার হাতে
আজ আমার মন বলতে কিছু নেই
সে জায়গায় শুধু প্রতিশ্রুতির স্তুপ
আমার হৃদয় আজ আমাকেই বলে
বিশ্বাস অনেক হয়েছে - যথেষ্ট হয়েছে
এবার সরে এসো ভুল ধারণা থেকে