প্রতিটি দিন তুমি যার কথা ভাবো
যার প্রলোভনে পা দিয়ে স্লিপ খাচ্ছো
বারংবার তোমাকে সে স্বার্থের সাথে
রোজ রোজ নাটকের ভনিতা করে
তোমার  সর্বস্ব  লুট করছে দেখে
তবুও তুমি তাকে উৎসাহ ও অনুপ্রেরণার
দাঁড়িপাল্লায়  ভনিতার শেষ অঙ্কে  
নিজের বিবেক  বিলিয়ে সাজিয়ে রাখো।