কত অপেক্ষা আর কত একাকিত্মতা
বাঁচাতে চেয়েছি শুধু একটা জীবন
অতীতকে ফেলে স্মৃতি মনে রেখে
আমার কাছে শপথ করেছেলে পূর্ণ।
সময় যায় কথা থাকে অথচ তুমি
কত সহজে ভুলে গেলে আমাকে
স্মৃতিগুলো ধরে পারলে না রাখতে
দু;খ ভুলে হৃদয়ে রেখেছিলাম তোমাকে।
কত রাত চোখের পাতা পড়েনি তার
কত স্বপ্ন এঁকে ছিলে হৃদায় আকাশে
সব কিছু তোমার কাছে অবহেলা হয়ে
রাতের মেঘে উড়ে যায় কষ্টগুলো বাতাসে।
ভালবাসা, যত ছিল, সব তুমি নিলে
অজান্তে স্মৃতিটাই, আমাকে দিলে।।