রোজ রোজ ভালোবাসার নাটক দেখতে দেখতে
সত্যি সত্যিই একদিন ভালোবেসে ফেললাম
সহজ মনে,সহজ বিশ্বাসে নতুন করে
বাঁচার স্বপ্ন নিয়ে
দিনের পর দিন আন্তরিক টানে
দুটি সম্পর্কের প্রাণ পায়
অথচ সেই ভালোবাসার অর্থ না বুঝে
ছুঁড়ে দেয় পথে ঘাটে
চোখে জল নিয়ে একদিন
প্রকৃত ভালোবাসার মৃত্যু ঘটে।