দিনের শেষে তোমার উঠানে পা রাখি
অনুভব কবি ভালবাসার অস্তিত্ব
কথার স্রোতে ক্ষত বিক্ষত করে দিচ্ছ
আমার শরীরের প্রতিটি অংশ
তুমি কথা দেওয়ার পূর্বে
একবারও ভাবোনি তার স্বপ্নের কথা
শুধু তোমার ভালগাগার আলিঙ্গনে পিষে দিলে
একটা সাদা জীবন
প্রকৃত ভালবাসার উপভোগের উপলক্ষে
সব ঈশ্বরের দান ভেবে
তোমাকে গ্রহণ করি
আমার দু'চোখে আজ শোকের নদী
উপহার দাও ভালবাসার অস্তিত্ব।