রক্ত স্রোতে ডুবতে ডুবতে
বেদনার গভীর গিয়ে পেয়েছি
নামহারা গোত্রের জৌলুস।

শৈশব  কৈশোর ছিল পরিত্যক্ত
সময়ের আয়োজন  হয়েছে অচল
জন্মভূমি জুড়ে দারিদ্র্যের উৎসব
দু:খের উৎসব
এক একটা জীবন ব্যঞ্জনায়
কষ্টের প্রাচীর তৈরি হয়
আকাঙ্খা  বিশ্বাসের লড়াইয়ে প্রেরণা
সেই প্রাচীর মাড়িয়ে
ছায়াশীতল শরীরী ঘ্রাণে একটু একটু করে
ভেসে যাচ্ছি নামহারা গোত্রে...