হিজল পায়রা মরে গেছে
গ্রামে ঘুঘুর ডাক
আজ এসে দাঁড়িয়ে সবাই
নিচ্ছে শেষ বাঁক।

মৃত্যুটা আজ বাড়ছে প্রকট
এখন-ই দেখছো যা
আর সয় না - সয় না আর
বুকের ভেতর ঘা।

হচ্ছে জ্বালা ভীষণ তুফান
দুলছে এখন নাও
মরণবাঁচন আসেই আসুক
মরি মরবই - তাও।