সকালের ঘুম ভাঙলেই ছুটে যাও
একটা অদৃশ্য মুখ দেখতে
যে মুখ কেবলই তোমার কাছে
সারাক্ষণ মুখোশের সার্কাস দেখায়
সেই সার্কাস দেখতে দেখতে
তোমারও মুখে সার্কাসের ভাষা
যে ভাষা কেবলই  ক্ষতবিক্ষত করে দেয়
আমার সারা শরীর
শুধু ভাষাঘাতে...