রাত শেষে আজ সূর্য হাসছে
মিষ্টি প্রেমের দিনে
ভালবাসার মানুষটিকে নাও
নতুন করে চিনে ।
হাত বাড়িয়ে হাতদুটো তার
শক্ত করে ধরে
প্রেমের মিষ্টি অনুভূতিগুলো
হৃদয়ে রাখো ভরে ।
"ভালবাসা"এই চারটি অক্ষর
গভীরতায় ভরা
প্রেম ভালবাসার জীবনটা চাই
সঙ্গীতময় করা ।
আজকে প্রেমের সম্পর্ক যেন
কবিতা হয়ে ওঠে
ছত্রে ছত্রে যার আবেদন
গোলাপ হয়ে ফোটে !
চোদ্দই ফেব্রুয়ারি আজ
ভালবাসার দিন
ভালবাসা আরো মধুময় হোক
আবেশে ভরুক মন !