অথচ এখন তোমার মন খারাপ হয় না আর
ভালবাসা ও স্নেহ ভুলে গেছ দিতে বারবার।
কথা দিয়েছিলে কাছে এসে
স্নেহস্পর্শ দিয়ে যাবে ভালোবেসে।
কথাটুকু ছিল শুধু তোমার
আমি সহজে বুঝেছি এত নিরক্ষর।
জানো তুমি দু:খ কি করে আসে
আমায় ছেড়ে তুমি চলে গেলে বিদেশে।
মানসিক যন্ত্রণায় ভুগছি বারবার
ভালোবাসবো না কাউকে আর।