মন বেঁধে দাঁড়িয়ে ছিলাম সীমান্তে
ঝড়ো বাতাস নাড়িয়ে দিল
দ্বীপান্তরের কথা বলতে বলতে।
এখন সীমান্তের ওপারে ভিনদেশী
সূর্য চাঁদের আলো ছিটানো
সমস্যার লতা পাতায় জড়ানো...
জটিলতা।
ঘুরে যাওয়া অববাহিকা
বলেছিল ফিরে আসবে একা...
আজ তার শরীরে বজ্জাতের অস্থিরতা।