পটে আঁকা ছবির মতন
আমার স্কুলের রূপ
যার পায়ের তলায় দাঁড়িয়ে আছে
রহস্যময় জালের স্তুপ।
যেখানে শিশুরা আসে কেবল
শিখবে শিক্ষার দোলে
মনে হয় তারা সবাই যেন
হৃদয়ে কথা বলে।
একপাশে তার জেনস স্টাফরুম
একপাশে প্রধানশিক্ষক
অন্যপাশে লেডিজ স্টাফরুম
আর একপাশে হয় বকবক।
মনের মতো শিক্ষা শুধু স্কুল জুড়ে
মিল অমিল চলতে থাকে
শিক্ষক ও শিক্ষিকার ভেতর শুধু
বিবাদ বিচ্ছেদ হয় হাতে হাতে।