তোমার মনে শুধু ভালোবাসার গল্প আছে
ভালোবাসা নেই
তোমার হৃদয়ে স্নেহ আছে কিন্তু
স্নেহের ছায়া নেই
তোমার হাঁটার পথে নিজস্বতা আছে
কিন্তু তোমার মতো নয়
তোমার মনের ভাবনাগুলো গোছানো
অথচ অন্যের বুদ্ধিতে এলোমেলো
তোমার অভিনয় নেই কিন্তু
অন্যের নাটকে বশিভূত
আসলে তুমি যে ঠিক কেমন
তা তুমি নিজেই নিজেকে জানো না।