কয়েক বছর ধরে
গবেষণা করে করে
বুঝলাম এসে শেষে
বুদ্ধিটা গেছে ভেসে
দিনরাত ছুটছে পেছনে
ভণ্ড মানুষের প্রয়োজনে
সব ফেলে যত মাতামাতি
প্রিয়জনকে ভুলে রাতারাতি,
স্বার্থের জন্য পড়ে থাকে
বুঝেও বোঝেনা রাখে তাকে
অসুখ বাড়তে থাকে মাসেমাসে
ভণ্ড মানুষের দৈহিক সম্পর্ক শেষে
অভিনয় করতে থাকে নিজের করে
তুমি ভালোবেসে যাও সহজ স্বরে